Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Decisions of Monthly meetings
  1. প্রকল্প তৈরির পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য,আনুমানিক ব্যয়।
  2. প্রকল্প বাস্তবায়নে।
  3. প্রকল্প মূল্যায়ণের সময় ভবিষ্যতের জন্য সতর্কতা এবং প্রয়োজনীয় সংশোধনী বিষয়ে মত।
  4. ইউনিয়ন পরিষদের ভি,জি,ডি কমিটিতে সচিব,সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
  5. ইউনিয়ন পরিষদের ট্যাক্স বহির তালিকা দেখে রিলিফ বা সাহায্য কোন কোন দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টন করা।
  6. ওয়ার্কস প্রোগ্রামের বিভিন্ন সভার আলোচনা, প্রস্তাবনা বা আলোচ্যসূচী এবং কার্যবিবরণীর মন্তব্য লিপিবদ্ধ করেন।
  7. বিভিন্ন কর্মসূচী প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ণের নথি সংরক্ষণ করেন।
  8. নীতিপ্রণয়ন, তথ্য সংগ্রহ, কর্মসূচি বাস্তবায়ন।
  9. মাসিক সভাসমূহের সিদ্ধান্ত সমূহ প্রতি মাসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হয়ে থাকে যেমন, মাসিক সাধারণ সভার যে সিদ্ধান্ত হয় তার অনুলিপি প্রেরণ করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা সভার সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি মামলার সংখ্যা ইত্যাদি ইত্যাদি পর্যালোচনা করে সিদ্ধান্ত সমূহ প্রেরণ করা হয়। পারিবারিক বিরোধের সমাধান এবং নারী ও শিশু কল্যান বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত সমূহ উপজেলায় প্রেরণ করা হয়। যৌতুক নারী নির্যাতন ব্যাপারে আলোচনা করে যৌতুকের নারী নির্যাতন ব্যাপারে আলোচনা করে যৌতুকের ধরণ ও নির্যাতনের ধরণ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়। জন্ম মৃত্যু নিবন্ধন, পরিবার পরিকল্পনা ,স্যানিটেশন ইত্যাদি ব্যাপারে মাসিক সভার সিদ্ধান্ত গ্রহন করে তার অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হয়।